***********************************************মুজিব শতবর্ষ
আজমাইন খান মনির———-
১৭ মার্চ আজ মঙ্গলবার
জম্নে ছিলো জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আজ শতজম্ন বার্ষিকীতে স্বরণ করি তোমায়
তুমি জাতির পিতা,বাংলার প্রাণ,তুমি বাংলার গান
তুমি আমার প্রাণ,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তোমার ডাকের সারায় রক্ত দিয়ে শহীদ হলো যারা
তারা আমাদের গর্ব, আমাদের অহংকার।
তারা পাকিস্তানকে হাড় মানিয়ে
লাল,সবুজের পতাকা আনলো বয়ে।
তোমার নেতৃত্বে,তোমার শ্রমে,হলো স্বাধীন বাংলা
তুমি অমর,তুমি জাতির পিতা,তোমায় ভুলবো না।
বাংলাদেশের সেবায় তুমি দিয়েছো তোমার প্রাণ
স্বাধীন হয়েছে দেশ সবই তোমার অবদান।
তুমি মিশে আছো বাংলার প্রকৃতিতে,বাংলার মাঠে প্রান্তরে,
তুমি মিশে আছো সারা বাংলায়,প্রতি বাঙালির ঘরে।।
