মো.সাজজাত হোসেন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম মল্লিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়। আজ মঙ্গলবার সকালে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পত্রে উল্লেখ করা হয়, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মাহাবুব আলম মল্লিকের মনোনয়নপত্র ঋণ খেলাপির দায়ে বাতিল হয়। পরে তিনি উচ্চ আদালতে আপিলের মাধ্যমে নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ২০২২ সালের ৩ এপ্রিল পিটিশনের (১১৯৯৯/২০২১) শুনানি শেষে বিজ্ঞ আদালত তার পক্ষে ইস্যুকৃত রুল খারিজ করেন। এতে তিনি স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ২৬ (২)(জ) ধারা মতে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার অযোগ্য ছিলেন। যার কারণে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪(৪) (ঙ) এর বিধান অনুযায়ী একই আইনের ৩৪(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে মাহাবুব আলম মল্লিক বলেন, আমি নির্ধারিত সময়ের আগেই ব্যাংকের টাকা পরিশোধ করেছিলাম। আমাকে অন্যায় ভাবে হয়রানী করা হয়েছে। আমি ঋণ খেলাপি ছিলাম না। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার প্রতিক দিয়ে মনোনয়ন দিয়েছিলেন। এলাকার জনগন এবং দলীয় নেতাকর্মীরা আমার পাশে রয়েছেন। আমি বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছি। সাময়িক বরখাস্তের চিঠিটি ওয়েবসাইটে দেখেছি। তিনি এ বিষয়ে আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন।
বাংলার মাটিতে অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। প্রতিবেদককে ধন্যবাদ।