মো.সাজজাত হোসেন,স্টাফ রিপোর্টার
মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে শুক্রবার সাপ্তাহিক বারবেলা-মাসিক চন্দ্রবিন্দু-দৈনিক নিউজ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও মির্জাপুর কলেজের সাবেক ভিপি মো. আবু আহমেদ। সাপ্তাহিক বারবেলা- মাসিক চন্দ্রবিন্দু- দৈনিক নিউজ এর সম্পাদক ও প্রকাশক মোঃ হোসনি জুবাইরি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি মো. আবু আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ -সভাপতি মোহম্মদ আলী, পৌর বিএনপির সভাপতি ও মির্জাপুর কলেজের সাবেক ভিপি মো. হযরত আলী মিঞা, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবুল কাশেম, মির্জাপুর রিপোর্টাস ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাক ও মোহনা টিভি প্রতিনিধি মীর আনোয়ার হোসেন টুটুল, সাপ্তাহিক বারবেলার নির্বাহী সম্পাদক আশরাফ আহমেদ প্রমুখ।
উপস্থিত ছিলেন, র্মির্জাপুর রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক ও এশিয়ান টিভি প্রতিনিধি নাজমুল ইসলাম, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি এরশাদ মিয়া, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো.সাজজাত হোসেন, বিশিষ্ট চিত্রশিল্পী হুমায়ুন কবির, যাদুশিল্পী জহির আহমেদ, সাংবাদিক রাব্বি ইসলাম, শমিম মিয়া, রুবেল আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মির্জাপুর থানা জামে মসজিদের খতিব হাফেজ মাওলনা কারী মো. ফরিদ হোসাইন।