হারুন অর রশিদ-
টাঙ্গাইলের মির্জাপুরে মহান মে দিবস উপলক্ষ্যে অর্থপেডিক্স রোগীদের জন্য ভিজিট ফ্রি মেডিকেল ক্যাম্প ও অর্থপেডিক্স রোগীদের জন্য আধুনিক যন্ত্রপাতি সমন্বয়ে ট্রমা সেন্টার উদ্ভোধন করা হয়েছে।
সোমবার ( ১মে) সকাল ১০টায় বংশাই ডিজিটাল হাসপাতালের অভ্যর্থনা কক্ষে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদের সভাপতিত্বে ও পরিচালক সবুজ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ট্রমা ও স্পাইন সার্জন ডাক্তার মো. মিনহাজ উদ্দিন , মির্জাপুর পৌরসভার কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, রবিউল হাসান সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা ফরিদ হোসাইন। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিপুল সংখ্যক রোগী ভিজিট ফ্রি স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। #