আরপি সাহার জন্মজয়ন্তী উপলক্ষে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কুমুদিনীতে আলোচনা সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ দানবীর আরপি সাহার জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ নভেম্বর) কুমুদিনী কমপ্লেক্্েরর ভারতেশ^রী হোমসের প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট ও সংস্কৃতিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে। বিশেষ অতিথি ছিলেন একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আতাউর রহমান। কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অভ বেঙ্গল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাজিব প্রসাদ সাহা, কুমুদিনী ইউমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. এম হালিম, ভারতেশ^রী হোমসের প্রিন্সিপাল মিসেস মন্দিরা চৌধরী এবং কুমুদিনী নার্সিং করেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ম্যাগডালিন ক্রুস প্রমুখ।
কুমুদিনী হাসপাতালের এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন জানান, গতকাল শুক্রবার ছিল মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ দানবীর রণদা প্রসাদ সাহা (আরপি সাহার) ১২৭ তম জন্মজয়ন্তী এবং কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি. এর প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষে তার নিজ গ্রাম মির্জাপুর, তার সেবাধর্মী প্রতিষ্ঠান কুমুদিনী কমপ্লেক্্র, নারী জাগরণের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ভারতেশ^রী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল ও বিএসসি নার্সিং কলেজ এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ঢাকা ও নারানগঞ্জে দিন ব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতেশ^রী হোমসের সবুজ চত্তরে আয়োজন করা হয় শহীদ দানবীর রণদা প্রসাদ সাহার উপর এবং কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি. এর উপর প্রামান্য চিত্র প্রদর্শন। সন্ধ্যায় ভারতেশ^রী হোমসের ছাত্রীদের অংশ গ্রহনে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন হয়। আজ শনিবার বাংলাদেশ সরকারের পক্ষে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় কুমুদিনী কমপ্লেক্্েরর ভারতেশ।বরী হোমসের প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। অনুস্ঠানে উপজেলা প্রমাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উরেøখ্য যে, ১৯৭১ সালের ৭ মে রাজাকার আল বদর বাহিনী ও পাকিস্তানী দোষররা দানবীর রণদা প্রসাদ সাহা ও তার একমাত্র পুত্র ভবানী প্রসাদ সাহা রবিকে ধরে নিয়ে যায়। আজও তাদের কোন খোঁজ মিলেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here