মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ হারুন অর রশিদ সম্পাদক নির্বাচিত

0
383

স্টাফ রিপোর্টার
প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় দৈনিক দেশ রুপান্তরের মির্জাপুর প্রতিনিধি শামসুল ইসলাম সহিদ সভাপতি দৈনিক নয়াদিগন্ত ও তারুণ্য ২৪ডটকম মির্জাপুর প্রতিনিধি হারুন অর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রæয়ারি) সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তারা আগামী একবছরের জন্য নির্বাচিত হন। সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব মিলনাতনে প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম শিপনের পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক উপজেলা কমান্ডার অধ্যাপক দূর্লভ বিশ্বাস, সাবেক সভাপতি কিসমত খোন্দকার, মো. জাহাঙ্গীর হোসেন, নিরঞ্জন পাল, আবুল কাশেম খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আল মামুন,জহিরুল ইসলাম শেলী, এরশাদ মিঞা,আশরাফ উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মাসুদুর রহমান, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here