মীর আনোয়ার হোসেন টুটুল
স্মাট ভুমিসেবা, সম্পাট নাগরিক এই প্রতিপাদ্য নিয়ে আজ রবিবার (৯ জুন) টাঙ্গাইলের মির্জাপুরে ভুমি সেবা সপ্তাহ উদযাপন হয়েছে। ভুমি সেবা সপ্তাহে হয়রানী বন্ধে নাগরিকদের নানা সুযোগ সুবিধা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ভুমি অফিসের কর্মকর্তা-কর্মচরাীগন। এ উপলক্ষে বিকেলে উপজেলা ভুমি অফিস উপজেলা পরিষদের ভুমি অফিস চত্তরে আলোচনা সভার আয়োজন করে। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর এানায়ার হোসেন টুটুল, বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান, সার্ভেয়ার মো. আব্দুল আওয়াল, ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা আমিনুল ইসলাম, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা যুবদীল খান ও আশ্রয়ন কেন্দ্রে সুবিধা ভুমি লিপি রানী চক্রবর্তী প্রমুখ। পরে অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে ভুমি সেবা সপ্তাহের উদ্ধোধন করেন।