মির্জাপুর উপজেলা নবাগত ইউএনও আরিফুল ইসলামের যোগদান

নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নবাগত নিবাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন এ বি এম আরিফুল ইসলাম। গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে বিদায়ী উপজেরা নির্বাহী অফিসার শেখ নুরুল আলমের নিকট থেকে তিনি আনুষ্ঠিত ভাবে দায়িত্ব গ্রহন করেছেন। আজ বুধবার ছিল তার প্রথম কর্মদিবস। দিনভর কর্মব্যস্ততার মাঝেও তিনি উপজেলা প্রশসেনর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে কোশল বিনিময় করেছেন। এ সময় তিনি মির্জাপুর উপজেলাকে আধুনিক করে গড়ে তুলতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
জানা গেছে, এ বি এম আরিফুল ইসলাম ছিলেন অত্যান্ত মেধাবী ছাত্র। তিনি চট্রগ্রাম বিশ^বিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞানে পড়াশোনা শেষ করে ৩৫ ব্যাচের প্রশাসন ক্যাডার হিসেবে সরকারী দপ্তরে কর্মজীবন শুরু করেন। তার প্রথম কর্মস্থল ছিল কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের নবীন সহকারী কমিশনার (ভুমি) হিসেবে। কর্মদক্ষতার মাধ্যমে তিনি অল্প দিনের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদন্মতি পেয়ে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় যোগদান করেন। সম্প্রতি জনপ্রশসান মন্ত্রনালয় তাকে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার নির্বাহী অফিসার হিসেবে যোগদানের নির্দেশ প্রদান করেন। তার নিজ জেলা বগুড়া।
এ ব্যাপারে নবাগত নিবাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম বলেন, সকলের সার্বিক সহযোগিতায় মির্জাপুর উপজেলাকে ঢেলে সাজাতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here