নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের মির্জাপুরে শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ডপ্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্কাউটস শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। আজ রবিবার (৩ নভেম্বর) বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা শাখার সভাপতি শেখ নুরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভুমি) ও পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান। মীর আনোয়ার হোসেন টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি শেখ নুরুল আলম, বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল ও গাজীপুর জেলা শাখার সহকারী পরিচালক মো. লিয়াকত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা শাখার কমিশনার মো. খোরশেদ আলম, সাধারন সম্পাদক আজাহারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির অন্তবর্তীকালিন কমিটির সভাাপতি মো. আতিকুর রহমান আতিক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মো. ইউনুছ আলী, মো. জসিম উদ্দিন সরকার, রিনা রায় ও কবিতা রায় প্রমুখ। শাপলা কাব এ্যাওয়ার্ডপ্রাপ্ত স্কাউটসরা হচ্ছে ১৫ নং মুশুরিয়াঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তাসফিয়া রহমান,তাবাসসুম ইসলাম সারাহ,আবিদা আক্তার লাবনী,আদিবা, দেবাশীষ মন্ডল দেব, আল-আমিন, সোহাগপুর সরকারি প্রাথমিকি বদ্যালয়ের মহিমা আক্তার, রাদিয়া ইসলাম,সাফিন খন্দকার, অনিমা জাহান এশা, ভাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খাদিজা আক্তার। প্রেসিডেন্ট কাব এ্যাওয়ার্ডপ্রাপ্ত স্কাউটসরা হচ্ছে মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের ¯িœগ্ধা তরফপুর ¯েœহা, মো. মেহেদী হাসান এবং দিব্য জ্যোতি ভৌমিক। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্কাউটস শিক্ষকগন উপস্থিত ছিলেন।