মির্জাপুরে আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষনা, স্থান পেয়েছে নতুন মুখ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট্য নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জননেতা ফজলুর রহমান খান ফারুক ও সাধারন সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম জহের এমপির (স্বাক্ষরিত পত্রে) অনুমোদিত গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর রাতে) নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগকে শক্তিশালী ও চাঙ্গা করতে নতুন কমিটিতে বেশীর ভাগ স্থান পেয়েছে নতুন মুখ। প্রবীন ও নবীনদের সমন্ময়ে নতুন কমিটি ঘোষনা হওয়ায় উচ্ছসিত স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বলে জানা গেছে। নতুন কমিটি ঘোষনা হওয়ায় অনেকেই মিষ্টি মুখ করতে দেখা গেছে।
গত ৩১ মার্চ ত্রি-বার্ষিক সম্মেলনে মীর শরীফ মাহমুদ সভাপতি এবং ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল। ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সম্মাদকমন্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক ভোলা এমপি। সম্মেলনের ৬ মাস পর কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের পরামর্শে পুর্নাঙ্গ কমিটি ঘোষষনা করা হয়েছে বলে সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত জানিয়েছেন। নতুন কমিটির নতুন মুখ হিসেবে স্থান পেয়েছেন সহসভাপতি ব্যবসায়ী মো. মঞ্জুরুল কাদের বাবুল, সৈয়দ ওয়াহিদ ইকবাল, তৌফিকুর রহমান তালুকদার রাজিব, সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মো. আমিনুর রহমান আকন্দ, শামীম আল মামুন এবং ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. আজাহারুল ইসলাম। এছাড়া সাবেক যুবলীগ নেতা জিএস সেলিম সিকদার, সাবেক ছাত্রলীগ নেতা মো. আওলাদ হোসেনও নতুন কমিটিতে স্থান পেয়েছেন।
জানা গেছে, গত ৩১ মার্চ মির্জাপুর সরকারী কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এড, এ. বি. এম. রিয়াজুল কবীর কাওসার, টাঙ্গাইল জেলা আওায়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক গণপরিষদ সদস্য ও একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিদযোদ্ধা মো. ফজলুর হমান খান ফারুক, খান আহমেদ শুভ এমপি, এড জোয়াহেরুল ইসলাম জহের এমপি, তানবীর হাসান ছোট মনির এমপি, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশিদ প্রমুখ। কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ মীর শরীফ মাহমুদকে সভাপতি এবং ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্তকে সাধারণ সম্পাদক ঘোষনা করেন। সভাপতি ও সাধারন সম্পাদককে পুনাঙ্গ কমিটি গঠন করার জন্য নেতৃবৃন্দ নির্দেশ প্রদান করেন। সম্মেলনের ৬ মাস পর মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের পুনাঙ্গা কমিটি ঘোষনা হওয়ায় দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির এবং ছাত্রলীগের সাবেক সভাপতি ও খান আহমেদ শুভ এমপির ব্যক্তিগত একান্ত সহকারী মীর আসিফ অনিক বলেন, দলকে সু-সংগঠিত করতে নবীন, প্রবীন এবং দক্ষ নেতাকর্মীদের মুল্যায়ন করে নতুন কমিটি গঠিত হয়েছে।
নতুন কমিটির সভাপতি সাবেক ভিপি ও কর্মী বান্ধক দক্ষ সংগঠক মীর শরীফ মাহমুদ এবং সাধারন সম্পাদক ব্যরিষ্টার তাহরীম হোসেন সীমান্ত বলেন, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ সু-সংগঠিত। নতুন কমিটি গঠন করতে তৃনমুলের ত্যাগী নেতাদের মুল্যায়ন করা হয়েছে। জেলা নেতৃবৃন্দ, স্থানীয় এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নতুন কমিটি নতুন উদ্যোম নিয়ে কাজ করবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here