মির্জাপুরে সামাজিক সম্প্রতির সমাবেশ অনুষ্ঠিত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে সামাজিক সম্প্রতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা এগাটায় মির্জাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান বলেন, অসম্প্রদায়িক চেতনায় ধর্শীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে ধর্মীয় উগ্রবাদ, সহিংসতা ও সাম্প্রদায়িক প্রতিহত এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে অপব্যবহার রোধকল্পে আজকের এই সম্প্রতির সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গরমাধ্যমকর্মী, শিক্ষক, ইমাম, পুরোহিতসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম ও মীর্জা শামীমা আক্তার শিফা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, বানিয়ারা দুরল উলুম বাবুল সিনিয়র দাকিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল্লাহ তালুকদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু উত্তম কুমার সেন লালু, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সুরঞ্জন শেঠ তাপস প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here