মীর আনোয়ার হোসেন টুটুল
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ সালের টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন মির্জাপুর উপজেলার শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। তিনি বাংলাদেশ উপজেলা শিক্ষা অফিসার সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি। এছাড়া টাঙ্গাইল জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের মস্তমাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম রাকিবুল হাসান এবং ঝড়েপরা রোধে বিশেষ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ স্কুল ভাতগ্রাম ইউনিয়নের সিবিএ সরকারী প্রাথমিক বিদ্যালয় (প্রধান শিক্ষক উর্মিলা পাল)। আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ মির্জাপুর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে টাঙ্গাইল জেলা শিক্ষা উন্নয়ন বিচারক মন্ডলীদের উপস্থিতিতে প্রতিটি উপজেলার শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং স্কুলের বিভিন্ন ক্যাটাগরিতে স্বাক্ষাত নেওয়া হয়। বিচারক মন্ডলী স্বাক্ষত গ্রহনের পর মির্জাপুর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মির্জাপুর উপজেলার মস্তমাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এস এম রাকিবুল হাসান এবং ঝড়েপরা রোধে শ্রেষ্ঠ বিদ্যালয় মির্জাপুর উপজেলার সিবিএ সরকারী প্রাথমিক বিদ্যালয় (প্রধান শিক্ষক উর্মিলা পাল) নির্বাচিত করেছেন। বিচারক মন্ডলীদের মধ্যে ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদসহ অন্যান্য সদস্যগন।
এ ব্যাপারে ঝড়েপরা রোধে টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ সিবিএ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উর্মিলা পাল বলেন, প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন, মুক্তিযোদ্ধা কর্নার স্থাপন, অভিভাবক সমাবেশ, শিশুদের ঝড়েপরারোধসহ এলাকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে সকলের সহযোগিতায় কাজ করে যাচ্ছি। প্রশাসনের সার্বিক সহযোগিতা পেলে বিদ্যালয়ের আরও উন্নয়ন করা সম্ভব হবে।
এদিকে টাঙ্গাইল জেলায় মির্জাপুর উপজেলার শিক্ষা অফিসার, সহকারী শিক্ষক এবং একটি বিদ্যালয় টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আমদ শুভ এমপি, উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, মীর্জা শামীমা আক্তার শিফা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, মির্জাপুর উপজেলা বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মঞ্জুর কাদের, সাধারন সম্পাদক মো. মোতাহার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ।