মীর আনোয়ার হোসেন টুটুল
বিশ^ হাত ধৌয়া দিবস উপলক্ষে টাঙ্গাইরের মির্জাপুরে বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের কর্মকর্তাগন। আজ রবিবার (১৬ অক্টোবর) বিদ্যালয় মাঠে উৎসব মুখর পরিবেশে এ অনুষ্ঠান হয়। সারা দেশে ৮ টি বিভাগের মধ্যে ঢাকা বিভাগের মধ্যে ভিডিও কনফারেন্সের স্থান পায় টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম।
এ সময় টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, টাঙ্গাইল জেলা পিটিআইয়ের ইন্সট্রাক্টর অমল চন্দ্র সরকার, আইসিটি ইন্সট্রাক্টর তৌহিদ শরীফ তরফদার, বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা হোসনেয়ারা বেগম, মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার এবং বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।