মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুরে ৮৬৮ জন বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মাট কার্ড বিতরন করা হয়েছে। আজ শনিবার (৫ নভেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মনউট, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, পৌরসভার মেয়র সালমা আক্তার, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এড. মো. মোশারফ হোমেন মনি, বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুর রহমান শহিদ, বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, বীর মুক্তিযোদ্ধা দুর্লভ চন্দ্র বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান আলী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত প্রমুখ। পরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদপত্র ও সম্মাট কার্ড ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।