মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে সাটিয়াচড়া শিবনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানউন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের প্রাঙ্গনে এ মা মসাবেশে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিল্পপতি শিক্ষানুরাগী ও সমাজ সেবক মো. রাফিউর রহমান ইউসুফজাই সানির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, আওয়ামীলীগ নেতা মো. মাকসুদুর রহমান খান ইউসুফজাই রেমন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ