টাঙ্গাইলে ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রথম স্থান মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলে ডিজিটাল উদ্ভাবনী মেলায় ১২ উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করে পুরষ্কার পেয়েছেন মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার এবং রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর দেওয়ান মোজাম্মেল হোসেন। আজ রবিবার (১৯ নভেম্বর) টাঙ্গাইলের পুলিশ সুপার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ডিজিটার উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়। মেলায় টাঙ্গাইলের ১২ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে স্টল সাজানো হয়। বিচারক মন্ডলীর সদস্যগন সার্বিক দিক দেখে মির্জাপুর উপজেলা ডিজিটার উদ্ভাবনী স্টলকে প্রথম নির্বাচিত করেন। দ্বিতীয় স্থান অর্জন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়।
মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধূরী জানান, বিকেলে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ পরিচালক শামীম আরা রিনি। এ সময় টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিসেস লায়লা খানমসহ বিভিন্ন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারগন উপস্থিত ছিলেন। এদিকে টাঙ্গাইলে ডিজিটাল উদ্ভাবনী মেলায় মির্জাপুর উপজেলা প্রথম স্থান অর্জন করায় মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার এবং রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর দেওয়ান মোজাম্মেল হোসেনকে অভিনন্দন জানিয়েছেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুল ও মির্জাপুর থানার অপিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here