মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে চন্দ্র-বিন্দু স্কুল এন্ড কলেজ কোচিং সেন্টারের উদ্যোগে যাদু প্রদর্শনী অনুুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৭ ডিসেম্বর) উপজেলার তক্তারচালা বাজারের ব্যাংক এশিয়ার দ্বিতীয় তলায় উৎসব মুকর পরিবেশে যাদু প্রদর্শনী অনুষ্ঠিত হয়। যাদু প্রদর্শন করেন যাদু শিল্পী মো. জহিরুল ইসলাম জহির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঊপস্থিত ছিলেন তক্তারচালা স্কুল এন্ড কলেজ কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক সম্পাদক মাসিক চন্দ্র-বিন্দু ও সাপ্তাহিক বারবেলা এবং দৈনিক নিউজ ডটকমের সম্পাদক হোসনি জোবাইরি। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, এলাকাবাসি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনি´ মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।