মির্জাপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি বিকাশ ও সম্পাদক সংকর

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্ব সম্মতিক্রমে বাবু বিকাশ গোষ্মামীকে সভাপতি এবং বাবু প্রমথেস গোষ্মামী সংকর সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ রবিবার (১১ ডিসেম্বর) মির্জাপুর পৌরসভার আন্ধরা শ্রী শ্রী লোকনাথ মন্দির প্রাঙ্গনে বেলা এগারটায় উৎসব মুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্ট্রি সুভাষ চন্দ্র সাহা। উদ্ধোধক ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে। প্রধান বক্তা ছিলেন প্রদীপ কুমার গুন, সাধারন সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল জেলা শাখা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মির্জাপুর উপজেলা শাখার আহবায়ক বাবু সুরঞ্জন শেঠ তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদস্য সচিব সুশীল কুমার সরকার, বাবু প্রমথেস গোষ্মামী সংকর, বাবু উত্তম কুমার সেন লালু, বাবু বিকাশ গোষ্মামী, নিরঞ্জন পাল, অধ্যক্ষ আনন্দ মোহন দে, প্রদীপ কুমার গুন, সমরেশ চন্দ্র পাল, নিরঞ্জন সরকার, মুকুল কুমার সাহা, মিহির বরণ সরকার, বিমল কুমার চন্দ, উদয় লাল গৌড়, দিলীপ দাস প্রমুখ। পরে মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের সর্বসম্মতিক্রমে বাবু বিকাশ গোষ্মামীকে সভাপতি এবং বাবু প্রমথেস গোষ্মামী সংকরকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।
এদিকে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান, পৌরষবার মেয়র, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here