মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন ইলেকট্রনিক্্র ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত (গনমাধ্যমকর্মী) সাংবাদিকদের শীতের পোষাক হিসেবে একটি করে ব্লেজার এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি করে বই উপহার দিয়েছেন দৈনিক আজকের দেশবাসী পত্রিকার নির্বাহী সম্পাদক ও ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয়ী দিবস উপলক্ষে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি সকল সাংবাদিকদের ব্লেজার এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক বই উপহার হিসেবে দতলে দেন। তিনি মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টাও।
মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাক এবং মোহনা টেলিভিশনের সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুরের সভাপতিত্বে এ সময় মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিনুর ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তৃতায় ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পন। আমিও একজন সংবাদকর্মী। আমি জানি সাংবাদিকরা অত্যান্ত ঝুঁকি নিয়ে বিভিন্ন গুরুত্বপুর্ন সংবাদ পরিবেশন করে থাকেন। তাদের সহযোগিতা করা আমার দায়িত্ব ও কর্তব্য। আমি সব সময় সাংবাদিকদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। এর আগে অনলাইন নিউজ পোর্টাল মির্জাপুর প্রতিদিন ডটকমের চার বছর পুর্তি উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের উদ্ধোধন করেন এমপি।