মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসে নব নির্মিত জামে মসজিদের উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান, মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম,মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালে মাসুদ করিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের টাঙ্গাইল জেলার সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন, মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন, গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হুমায়ুন কবীর প্রমুখ। মসজিদের উন্নয়ন ও রাস্তা নির্মানের জন্য এমপি মহোদয় দুই লাখ টাকার অনুদান প্রদান করেন।