মীর আনোয়ার হোসেন টুটুল
স্মার্ট বাংলাদেশের স্বপ্নে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নারী শিক্ষা ও নারী জাগরণের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ভারতেশ^রী হোমসে। টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ দানবীর রণদা প্রসাদ সাহা (রায় বাহাদুর) প্রতিষ্ঠিত ভারতেশ^রী হোমসের সবুজ চত্তরে দিন ব্যাপি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের মধ্যমনি ছিলেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের শিক্ষা পরিচালক, একুশে পদকপ্রাপ্ত, ভাষা সৈনিক ও ভারতেশ^রী হোমসের সাবেক প্রিন্সিপাল মিস প্রতিভা মুৎসুদ্দি। ভারতেশ^রী হোমসের সিনিয়র শিক্ষিকা কবি ও সাহিত্যিক হেনা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক শ্রীমতি সাহা, সস্পা সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচারক ডা. প্রদীপ কুমার রায়, এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. এম এ হালিম, নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রিনা ক্রুস, মেট্রন সিস্টার দিপালী পেরেরা, ভ্সা প্রিন্সিপাল সিস্টার শেফালী সরকার, ভারতেশ^রী হোমসের প্রিন্সিপাল মন্দিরা চৌধুরী প্রমুখ।
আজ শনিবার (১৮ মার্চ) ভারতেশ^রী হোমসের সিনিয়র শিক্ষিকা কবি ও সাহিত্যিক হেনা সুলতানা বলেন, জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ভারতেশ^রী হোমসের সবুজ চত্তরের পিপি এম হলে দেয়াল পত্রিকা, কেক কাটা, আলোচনা সভা ও ভিন্নধর্শী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের এায়াজন করা হয়েছিল। দেয়াল পত্রিকার উদ্ধোধন করেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের শিক্ষা পরিচালক, একুশে পদকপ্রাপ্ত, ভাষা সৈনিক ও ভারতেশ^রী হোমসের সাবেক প্রিন্সিপাল মিস প্রতিভা মুৎসুদ্দি। পরে ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।