মির্জাপুরে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন ১৩ মে, তফসিল ঘোষনা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। আজ রবিবার মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মো. হাফিজুর রহমান এ তফসিল ঘোষনা করেন। তফসিল অনুযায়ি নির্বাচন অনুস্ঠিত হবে আগামী ১৩ মে। এদিকে নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকেই প্রার্থীরা ভোটারদের মন জয় করার জন্য বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্র জানায়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর গঠনতন্ত্র ২০২০এর ধারা ১৫ এবং ১৮ অনুযায়ী নির্বাচন কমিশন এতদ্ধারা সংযোজিত তফসিলবর্নিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল জেলা/ মহানগর ও উপজেলা কমান্ডসমৃহের নির্বাচন অনুষ্ঠিত হবে। মির্জাপুর উপজেলায় খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৯ মার্চ, খসড়া ভোটার তালিকার উপর দাবী, আপত্তি ও সংসোধনী ২২ মার্চ, দাবি, আপত্তি ও সংসোধনী নিষ্পত্তি ২৮ মার্চ, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ এপ্রিল। তফসিল অনুযায়ি নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল ৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ৯ এপ্রিল, প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল ১১ এপ্রিল, আপিল নিষ্পত্তি ১৩ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহার ১৬ এপ্রিল, চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ১৭ এপ্রিল, প্রতিক বরাদ্ধ ১৮ এপ্রিল এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ১৩ মে।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মো. হাফিজুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন সুষ্ঠু, শান্তিপুর্ন ও নিরপেক্ষ ভাবে গ্রহনের লক্ষে সকল প্রকার প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here