মির্জাপুরে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে ২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের স্মরণ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে ২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। আজ শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্তরে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ অর্জন এবং মুক্তির মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। এ সময় মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, সুশিল সমাজের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। পরে শহীদদের আত্বার মাগফেরাত কামনায় বিশেষ মোনজাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here