মির্জাপুরে সিএইআরএফের উদ্যোগ দুই দিন ব্যাপি বিজ্ঞান ক্যাম্প

মীর আনোয়ার হোসেন টুটুল
গড়বো বিজ্ঞানী সাজাবো বাংলাদেশ- এক মুঠো বিজ্ঞান এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে দুই দিন ব্যাপি বিজ্ঞান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ভিন্নধর্মী এই অনুষ্ঠানের মুল আয়োজক ছিলেন চাইল্ড হেল্থ রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ)। মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই দিন ব্যাপি এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে এই বিদ্যালয়ের ২৪ জন ক্ষুদে বিজ্ঞানী হাতে কলমে প্রশিক্ষণ নিয়েছে। আজ বুধবার (২৯ মার্চ) ছিল সমাপনী অনুষ্ঠান। সমাপনী দিনে মির্জাপুর উপজেলার ১০ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ উপলক্ষে বিদালয় মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিখ্যাত অণুজীব বিজ্ঞানী ড, সেজুতি সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন, সহকারী শিক্ষক আব্দুল কাদের, মো. সমশের আলী, প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম ও তোফাজ্জল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ড. সেজুতি সাহা বলেন, বিজ্ঞান ক্যাম্পের মুল লক্ষ হচ্ছে তরুণ শিক্ষার্থীদের দেখানো যে, বিজ্ঞানীরা দেখতে তাদেরই মতো যাতে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতের প্রতি শিক্ষার্থদের কমতে থাকা আগ্রহকে পুনরুজ্জীত করা যায়। বিজ্ঞান ক্যাম্পে শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন জীবনের সাথে প্রাসঙ্গিক মজাদার কিছু পরীক্ষা-নিরীক্ষা হাতে-কলমে করার মাধ্যমে বিজ্ঞানের উদ্ভাভিত দিকটি বুঝার সুযোগ পেয়েছে। তিনি আরও বলেন, সিএইচআরএফ এর লক্ষ হল গবেষনা ও অ্যাডভোকেসির মাধ্যমে যথাযত নীতিগত সিন্ধান্ত গ্রহনের মাধ্যমে বাংলাদেশ এবং সারা বিশে^ শিশু স্বাস্থ্যের উন্নতি করা এবং পরবর্তী প্রজন্মের বিজ্ঞানী গড়ে তোলা। জীবন বাঁচাতে সিএইচআরএফ যে প্রভাব রেখে যাচ্ছে তা জাতীয় ও আন্তর্জাতিক প্রশংসা পেয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো ডাব্লিউএইচও, উইনেসকো, বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, আমেরিকা সোসাইটি অফ মাইক্রোবায়োলজি এবং একুশে পদক।
দুই দিন ব্যাপি বিজ্ঞান ক্যাম্পে সিএইচআরএফের প্রোগ্রাম রিসার্চ ম্যানেজার ড. সুলতানী আফলাতুন রুবানা, আ্যাসিস্টান্ট ম্যানেজার রুমা দত্ত, অফিস এক্্িরকিউটিভ মনিমুল হাসান খান, ফিল্ড রিসার্চ ম্যানেজার মোহাম্মদ শামীম হাসান, সাকিউল কবির, আসিফুর রগমান মজুমদার, জাসিয়া মুমতাহিনা হাফছা, মুহাম্মদ সাফিউল আলম মন্ডল, এবং মো. ওবাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here