মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ এপ্রিল) মির্জাপুর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ^বিদ্যালয়ের মহসীন হলের সাবেক জিএস মো. সাইদুর রহমান সাইদ সোহরাব। কৃষকদল মির্জাপুর উপজেলা শাখার আহবায়ক মো. জাহাঙ্গীর আলম মৃধার সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আলী আযম খান উথ্থানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি মো. সাইদুর রহমান সাইদ সোহরাব, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভিপি মো. হযরত আলী মিঞা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো. সাদেক আহম্মেদ খান, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য মো. ফিরোজ হায়দার খান, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান, টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান খান শামীম ও বিএনপি নেতা হাজী সোহরাব হোসেন প্রমুখ।