মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি অনুষ্ঠান

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উৎসব মুখর পরিবেশ ও নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূতি উদযাপন অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। আজ রবিবার (২৮ মে) উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ মিলনায়তে এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খান আহমেদ শুভ এমপি। এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুল ও কৃষি অফিসার মি. সঞ্জয় কুমার পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, সাবেক ভাইস চেয়ারম্যাসন বীল মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেরা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা ও মো. আজাহারুর ইসলাম আজাহার প্রমুখ। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।
এদিকে উপজেলা প্রশাসনের পাশাপাশি শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজ, বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূতি উদযাপন অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here