মির্জাপুরে হুইল চেয়ার ও নগদ অর্থ পেল অসহায় পরিবার

মীর আনোয়ার হোসেন টুটুল
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে মানবতায় আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হুইল চেয়ার এবং নগদ অর্থ পেয়েছে দুঃস্থ্য ও অসহায় পরিবার। আজ শুক্রবার (২ জুন) পৌরসভার পুষ্টকামুরী এলাকায় আমনবায় আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ লিটনের অর্থায়নে অসহায়দের মাঝে হুইল চেয়ার এবং নগদ অর্থ বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয। অনুষ্ঠানে মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলহাজ¦ আবুল কালাম আজাদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, সাংগঠনিক সম্পাদক মো. শামীম আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম এবং সাবেক ভিপি মো. আবু সাইদ মিয়া প্রমুখ। পরে বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিবন্ধি এবং অসহায় পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এ ব্যাপারে সংগঠনের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ লিটন বলেন, আমনবতায় আমরা সংগঠনের মুল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সমাজের অসহায় পরিবারের পাশে দাড়ানো। দীর্ঘ দিন ধরে এই সংগঠন এবং সংগঠনের প্রতিটি সদস্য বিভিন্ন এলাকায় অসহায়দের পাশে দাড়িয়ে নানা ভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে। উল্লেখ্য যে, আলহাজ¦ আবুল কালাম আজাদ লিটন মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এবং হংকং শাখা আওয়ামীলীগের সভাপতি। তিনি টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকার টিকেট নিয়ে এমপি হিসেবে মনোনয়নপত্র পাওয়ার লক্ষে বিভিন্ন এলাকায় গনসংযোগ করে যাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here