মির্জাপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আউটলেট শাখার উদ্ধোধন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আউটলেট এজেন্ট ব্যাংকিং শাখার উদ্ধোধন করা হয়েছে। গতকাল বুধবার (৩০ আগন্ট) উপজেলার টাকিয়া কদমা বাজারে উৎসব মুখর পরিবেশে এ শাখার উদ্ধোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হংকং শাখার আওয়ামীলীগের সভাপতি ও মির্জাপুর উপজেলা সহসভাপতি শিল্পপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ লিটন এবং উদ্ধোধক ছিলেন উপজেলা পরিষদেও বাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের মির্জাপুর শাখার ফাস্ট এসিস্টান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখার প্রধান মো. আব্দুল্লাহ আল আসাদ।
এ সময় হেল্প কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের নিবাহী পরিচারক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আউটলেট এজেন্ট ব্যাংকিং টাকিয়া কদমা বাজার শাখার স্বত্বাধিকারী মো. সুরুজ আল মামুন, তরফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নাজিম মোল্লা, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, টাকিয়া কদমা বাজার কেন্দ্রীয় মসজিদেও সভাপতি হাজী আ. সামাদ, সমাজ সেবক মান্নান সিকদার, মো. মান্না মিয়া, বেলাল সিকদার ছাসেক দেওয়ান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here