মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য প্রথম বারের মত স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। সকালে উপজেলা পরিষদ চত্তরে র্যালির উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীল এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, এসিল্যান্ড সুচী রানী সাহা, ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল এবং ইউপি চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান এবং সাংবদিকগন উপস্থিত ছিলেন।