মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্ধোধন করা হয়েছে। আজ রবিবার মির্জাপুর উপজেলা সদরের পুষ্টকামুরী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে এ টিকাদান ক্যাম্পেইনের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, মির্জাপুর আফাজ উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ফজলুল হক এবং পুষ্টকামুরী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরফুননেছাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম বলেন, ১৮ দিন ব্যাপি মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০-১৬ বছর বয়সী প্রায় ২১ হাজার ছাত্রীকে তিন শতাধিক ক্যাম্পের মাধ্যমে এইচপিভি টিকা দেওয়া হবে।