মীর আনোয়ার হোসেন টুটুল
র্যালি, আলোচনা সভা ও চেক বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বুধবার (১ নভেম্বর) টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খান আহমেদ শুভ এমপি এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল ও যুব উন্নয়ন অফিসার মো. সাইফুর রহমান উপস্থিত ছিলেন। পরে যুবক যুবতীদের মাঝে সহজ শর্তে ঋৃণের চেক তুলে দেন অতিথিবৃন্দ।