মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) হিসেবে যোগদান করেছেন মাসুদুর রহমান। সাবেক এসিল্যান্ড সুচী রানী সাহার ঢাকা বিভাগীয় কমিনার কার্যালয়ে বদলী হওয়ায় গত বৃহস্পতিবার নবাগত এসিল্যান্ড হিসেবে মির্জাপুর উপজেলায় আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এর আগে তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় এসিল্যান্ড ছিলেন। আজ শনিবার উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস সুত্র জানায়, নবাগত এসিল্যান্ড মাসুদুর রহমান একজনী বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং গ্রামের বাড়ি রাজবড়ী জেলায়। তিনি রাজধানী ঢাকার তিতুমির কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স শেষে ৩৭ তম বিসিএস ক্যাডার হিসেবে জনপ্রশাসন মন্ত্রনালয়ে যোগদান করেন। তিনি চট্রগ্রাম ডিসি অফিস, গাজীপুর ডিসি অফিস ও ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার এসিল্যান্ড অফিসে জনবান্ধব কর্মকর্তা হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ গত বৃহস্পতিবার মির্জাপুর উপজেলা সহকারী কমিশানর ভুমি অফিসে এসিল্যান্ড হিসেবে নতুন এসিল্যান্ড হিসেবে যোগদান করেন।
এ ব্যাপারে নবাগত এসিল্যান্ড মাসুদুর রহমান বলেন, আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী। জনবান্ধব হিসেবে জনগনের সেবা করাই আমার মুল লক্ষ্য ও উদ্দেশ্য। ভুমি অফিসকে ঢেলে সাজানোসহ কোন নাগরিক যাতে ভুমি অফিসে কাজের জন্য এসে হয়রানীর শিকার না হন সে জন্য তিনি নিরলস ও আন্তরিক ভাবে কাজ করবেন। এছাড়া বর্তমান সরকারের ঘোষিত স্মাট বাংলাদেশ বির্নিমানে অগ্রণী ভুমিকা পালন করবেন। মির্জাপুর উপজেলাকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, সুশিল সমাজ, ব্যবসায়ী ও গনমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করছি।