মির্জাপুরে খান আহমেদ শুভ দ্বিতীয় বারের মত এমপি নির্বাচিত

মীর আনোয়ার হোসেন টুটুল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৬, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী খান আহমেদ শুভ নৌকা) বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয় বারের মত বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধি ছিলেন স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামীলীগের প্রবীণ নেতা এবং আট বাবের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।
একটি পৌরসভা এবং ১৪ ইউনিয়নের ১২৭ টি ভোট কেন্দ্রের ফলাফলে দেখা গেছে খান আহমেদ শুভ (নৌকা) পেয়েছেন ৮৭ হাজার ৮২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থীর বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু (ট্রাক) পেয়েছেন ৫৫ হাজার ৫৪২ ভোট। ৩২ হাজার ২৮৪ ভোট বেশী পেয়ে খান আহমেদ শুভ দ্বিতীয় বাবেরর মত এমপি নির্বাচিত হলেন। তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মির্জাপুরবাসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here