মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মান্নান

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন প্রফেসর মো. আব্দুল মান্নান। আজ বুধবার (১০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ বিভাগ শাখা-২ এর উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক আদেশে প্রফেসর মো. আব্দুল মান্নানকে মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদানের জন্য বলা হয়। তিনি সাতক্ষিরা সরকারি কলেজে অর্থনীতি বিভাগের প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, মির্জাপুর কলেজ ২০১৬ সালের সরকারি ঘোষনা করা হয়। ২০১৮ সালে শিক্ষক-কর্মচারীদের আত্তিকরন করা হয়। ২০২৩ সালে মির্জাপুর কলেজ নাম পরিবর্তন করে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ ঘোষনা করা হয়। দীর্ঘ দিন ধরে অধ্যক্ষের পদ শুন্য ছিল। অধ্যক্ষের পদ শুন্য থাকায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ছিল। সাধারন শিক্ষক-কর্মচারীরা কলেজের নানা অনিয়মের বিরুদ্ধে আন্দেলন সংগ্রাম ও বিক্ষোভ সমাবেশ করে আসছিল। অবশেষে শিক্ষক-কর্মচারীদের সেই দাবীর মুখে শিক্ষা মন্ত্রনালয় নতুন করে অধ্যক্ষ নিয়োগ দেওয়ায় এলাকায় শিক্ষক-কর্মচারীসহ এলাকার সাধারণ লোকজনের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
এদিকে নতুন নিয়োগ পাওয়া প্রফেসর মো. আব্দুল মান্নান ১৪ তম বিসিএস সাধারন শিক্ষা ক্যাডার হিসেবে শরীয়তপুর জেলার নড়িয়া সরকারি কলেজে প্রথম যোগদান করেন। এরপর তিনি পাবনা এডওয়ার্ড সরকারি কলেজে, সেসিপ প্রজেক্ট, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা সরকারি কলেজ, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ, কুড়িগ্রাম জেলার উলিপুর সরকারি কলেজ, ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত ন্যাশনাল ক্যারিকুলাম এন্ড টেক্্রবুক বোর্ড (এনসিটিবি), শিক্ষা মন্ত্রনালয় এবং সর্বশেষ ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর পদন্মতি পেয়ে সাতক্ষিরা সরকারী কলেজের অর্থনীতি বিভাগের প্রফেসর হিসেবে নিয়োগ পেয়ে যোগদান করে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তার নিজ গ্রাম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায়। তার স্ত্রী একজন গৃহিনী ও সমাজ সেবক এক সন্তানের জনক।
এ ব্যাপারে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মান্নান বলেন, শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীসহ মির্জাপুরের সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে সমন্ময় ও পরামর্শ করে কলেজের শিক্ষার মানউন্নয়নে নিরলস ভাবে কাজ করতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here