মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে প্রফেসর মো. আব্দুল মান্নান যোগদান করেছেন। আজ রবিবার (১৪ জানুয়ারি) কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান এর নিকট থেকে তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝে নেন। এ সময় কলেজের শিক্ষক-কর্মচারীগন উপস্থিত ছিলেন। আগে গত বুধবার (১০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ বিভাগ শাখা-২ এর উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক আদেশে প্রফেসর মো. আব্দুল মান্নানকে মির্জাপুর সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করেন। তিনি সাতক্ষিরা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন।
আজ রবিবার (১৪ জানুয়রি) মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, সর্বশেষ ২০১২ সালে অধ্যক্ষ ছিলেন মো. সালাউদ্দিন আহমেদ বাবার। তিনি অবসরে চলে যাওয়ার পর নানা জটিলতার কারনে দীর্ঘ দিনেও কলেজে অধ্যক্ষ নিয়োগ হয়নি। মির্জাপুর কলেজ ২০১৬ সালের সরকারি ঘোষনা করা হয়। ২০১৮ সালে শিক্ষক-কর্মচারীদের আত্তিকরন করা হয়। ২০২৩ সালে মির্জাপুর কলেজ নাম পরিবর্তন করে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ ঘোষনা করা হয়। দীর্ঘ দিন ধরে অধ্যক্ষের পদ শুন্য ছিল। নতুন অধ্যক্ষ যোগদান করায় স্বস্তি ফিরে এসেছে কলেজ ক্যাম্পাসে।
এ ব্যাপারে নতুন যোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মান্নান বলেন, ১৪ তম বিসিএস সাধারন শিক্ষা ক্যাডার হিসেবে তিনি প্রথমে শরীয়তপুর জেলার নড়িয়া সরকারি কলেজে প্রথম যোগদান করেন। এরপর তিনি পাবনা এডওয়ার্ড সরকারি কলেজে, সেসিপ প্রজেক্ট, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা সরকারি কলেজ, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ, কুড়িগ্রাম জেলার উলিপুর সরকারি কলেজ, ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত ন্যাশনাল ক্যারিকুলাম এন্ড টেক্্রবুক বোর্ড (এনসিটিবি), শিক্ষা মন্ত্রনালয় এবং সর্বশেষ ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর পদন্মতি পেয়ে সাতক্ষিরা সরকারী কলেজের অর্থনীতি বিভাগের প্রফেসর হিসেবে নিয়োগ পেয়ে যোগদান করে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তার নিজ গ্রাম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায়। নতুন অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মান্নান বলেন, মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা কলেজের শিক্ষার পরিবেশ ও শিক্ষক-কর্মচারীদের আন্তরিকতা দেখে আমি মুগ্ধ হয়েছি। শিক্ষক-কর্মচারীসহ মির্জাপুরের সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে সমন্ময় ও পরামর্শ করে কলেজের শিক্ষার মানউন্নয়নে নিরলস ভাবে কাজ করতে চাই।
এ দিকে নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি, কুমুদিনী পরিবার, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, মির্জাপুর সরকারী কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ মির্জাপুরবাসি।