মীর আনোয়ার হোসেন টুটুল
গ্রামীণ সাংবাদিকতার প্রথিতযশা চারণ সাংবাদিক টাঙ্গাইলের মির্জাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াস (৭৩) পরলোকগমন করেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে অসুস্থ্য জনিত কারনে তিনি মারা যান। সকলের প্রিয় আস্থাভাজন গুনী ও প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে মির্জাপুরে কর্মরত সকল সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আজ বুধবার (৬ মার্চ) বেলা এগারটায় উপজেলা পরিষদ চত্তরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে মির্জাপুর পৌরসভার বাওয়ারকুমারজানি তার নিজ গ্রামে সমাহিত করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি শাকিলা বিনতে মতিন, পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এড. মোশারফ হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুর রহমান, পৌরসভার মেয়র সালমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগনসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াস ছিলেন মহান মুক্তিযুদ্ধের সময় অন্যতম বীর সেনানী। যুদ্ধ করেছেন ১১ নং সেক্টরে। তিনি মির্জাপুর ডিগি কলেজ বর্তমান নাম শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি আওয়ামীলীগের প্রবীণ নেতা, মির্জাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত হয়ে ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে এলাকার শিক্ষা, যোগাযোগ, সামাজিক উন্নয়ন কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলেন। তার হাতেই মির্জাপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের আজ এই অবস্থান। গ্রামীণ সাংবাদিকতায় ও মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে বসুন্ধরা গ্রুড মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করেন গুনী এই সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াসকে। গ্রামীণ সাংমৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত জননেতা মো. ফজলুর রহমান খান ফারুক, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. এর শিক্ষা উপদেষ্টা ভাষা সৈনিক ও একুশে পদকপ্রাপ্ত প্রতিভা মুৎসুদ্দি, পাট ও বস্্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।