মির্জাপুরে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে জিম্মি করে অর্ধলাখ টাকা ছিনতাই

মীর আনোয়ার হোসেন টুটুল
পুলিশ পরিচয়ে গোপাল রাজবংশী (৫৩) নামে এক ব্যবসায়ীকে জিম্মি করে অর্ধলাখ টাকা ছিনতাই হয়েছে। গোপাল রাজবংশীর পিতার নাম নারায়ন রাজবংশী। গ্রামের বাড়ি মির্জাপুর পৌরসভার বাওয়ারকুমারজানি গ্রামে। ঘটনার সঙ্গে জড়িত আইন-শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যগন কোন অপরাধীকে গ্রেফতার করতে পারেনি। এর আগেও এই মহাসড়কে র‌্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের জিম্মি করে কয়েকটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (১২ মার্চ) ব্যবসায়ী গোপাল রাজবংশী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পেশায় তিনি মাছ ব্যবসায়ী। অভারের সংসারে বিভিন্ন এনজিও থেকে ঋৃণ এবং লোকজনের নিকট থেকে ধার দেনা করে টাঙ্গাইল ও পাকুল্যা বাজারসহ বিভিন্ন পাইকারী আড়ৎ থেকে মাছ এনে মির্জাপুর উপজেলা সদরের হাট বাজারে বিক্রি করেন। গতকাল সোমবার (১১ মার্চ) ভোর সারে পাঁচটার দিকে ব্যাটারি চালিত অটো ভ্যান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লাইন দিয়ে পাকুল্যা বাজারে যাচ্ছিলেন। ভ্যানটি মির্জাপুর বাস স্টেশনের পশ্চিম পাশে পুষ্টকামুরী চরপাড়া মোড়ে এলে মোটর সাইকেল যোগে পুলিশের পোষাক পরিহিত তিন পুলিশ সদস্য গতিরোধ করে তাকে জিজ্ঞাসাবাদসহ দেহ তল্লাসি করে। চক্রটি নানা ভাবে ভয়ভিতি দেখিয়ে তার নিকট থেকে প্রায় ৫৭ হাজার টাকা ছিনিয়ে চম্পট দেয়। এ ব্যাপারে তিনি মির্জাপুর থানা পুলিশকে ঘটনাটি অবহিত করেছেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার ডিউটি অফিসার বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়ায় এক মাছ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। ঐ ব্যবসায়ী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা ও অপরাধীদের গ্রেফতার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here