মির্জাপুরে গভীর শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মীর আনোয়ার হোসেন টুটুল
দিবসের প্রথম প্রহরে ৩১ বার ত্বোবধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধ অর্জনে পুষ্পস্তবক অর্পন, এক মিনিট নিরবতা পালন ও বীর শহীদদের স্মরনে বিশেষ দোয়াসহ নানা আয়োজনে টাঙ্গাইলের মির্জাপুরে আজ মঙ্গলবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধ অর্জনে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পুলিশ, ফায়ার সার্ভিসএন্ড সিভিল ডিফেন্স ও আনসার ভিডিপির সমন্ময়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, পৌরসভার মেয়র সালমা আক্তার শিফা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ার মো. আজাহারুল ইসলাম, এসিল্যান্ড মাসুদুর রহমান, ওসি মো. রেজাউল করিম ও স্থানীয় গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here