মীর আনোয়ার হোসেন টুটুল
বদলীজনিত কারনে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী অফসার শাকিলা বিনতে মতিনকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রনালয় শাকিলা বিনতে মতিনকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বদলী করেছেন। নতুন ইউএনও হিসেবে আসছেন খুলনার ডোমার উপজেলার ইউএনও শেখ নুরুল আলম। গতকাল বুধবার (২৭ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অণুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, এসিল্যান্ড মাসুদুর রহমান, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল, প্রেস ক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ, মির্জাপুর জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক জোবায়ের হোসেন, প্রধান শিক্ষক খোরশেদ আলম ও সুলতান উদ্দিন প্রমুখ। পরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী ইউএনও শাকিলা বিনতে মতিনকে পুষ্পস্তবক ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়ে।