মির্জাপুরে জমি নিয়ে বিরোধে প্রকৌশলী ভাতিজার হাতে চাচা খুন

মীর আনোয়ার হোসেন টুটুল
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রকৌশলী ভাতিজা কাজী কামরুজ্জামান পলাশের হাতে সাবেক স্বাস্থ্য পরিদর্শক চাচা কাজী আলম (৬৫) খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ভাতিজা নিজ বাড়িতে ঢুকে মরিচের গুড়া ছিটিয়ে ও লাঠিসোঠা দিয়ে পিটিয়ে চাচাকে খুন করেছে বলে কাজী আলমের পরিবার অভিযোগ করেছেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তিন নম্বর ফতেপুর ইউনিয়নের কুরনী গ্রামে এ অমানবিক খুনের ঘটনা ঘটেছে।
আজ সোমবার (১ এপ্রিল) নিহত কাজী আলমের ছেলে কাজী হারিজ জানান, তার চাচা কাজী রফিকুল ইসলাম বাবুলের সঙ্গে বাড়ির সীমানাসহ জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত শনিবার বাড়ির সীমানা ও জমি নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। গতকাল রবিবার (৩১ মার্চ) চাচাতো ভাই প্রকৌশলী কাজী কামরুজ্জামান পলাশ বাড়িতে এসে পুর্ব পরিকল্পিত ভাবে তার বাবাকে হত্যার জন্য মরিচের গুড়া চোখে মুখে ও শরীরে ছিটিয়ে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার প্রথমে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (১ এপ্রিল) ভোর চারটায় তিনি মারা যান। খুনের ঘটনায় ময়না তদন্তের পর বিকেল পাঁচটায় কুরনী স্কুল মাঠে নামাজে জানাজা শেষে তার বাবা কাজী আলমকে দাফন করা হয়েছে। ঘটনার পর থেকেই ভাতিজা কামরুজ্জামান পলাশসহ তার পরিবারের লোকজন পলতাক রয়েছে। মামলা প্রক্রিয়াধীন বলে কাজী হারিজ রাতে জানিয়েছেন। প্রকৌশলী কামরুজ্জামান পলাশ আগারগাঁও এলজিইিডি অফিসে কর্মরত। এ ঘটনার সঙ্গে জড়িত কাজী কামরুজ্জামান পলাশসহ তার পরিবারের রোকজনদের গ্রেফতারসহ দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছে কাজী আলমের পরিবার।
এ ব্যাপারে মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার বলেন, এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here