মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত বাসে যাত্রী বেসে ডাকাতির ঘটনা ঘটেছে। বাস নিয়ন্ত্রণে আনতে ও ডাকাত ধরতে পুলিশ গুলি বর্ষণ করলে নৌ পুলিশের এক সদস্য আহত হয়েছে। বাস থেকে এক ডাকাতকে গ্রেফতার করতে পারলে অপর ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। আহত নৌ পুলিশ সদস্য এসআই সুভাষ চন্দ্রকে মির্জাপুর কুমদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোহেল রানা (২৮) ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার পিতাতার পিতার নাম সৌখিন মিয়া, গ্রামের বাড়ি রাজশাহী জেলার তানোর উপজেলার মাড়িয়া গ্রামে বলে পুলিশ জানিয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার পুর্ব পাশে হাটুভাঙ্গা ফ্লাইওভার ব্রিজের পাশে বাস ডাকাতির এ ঘটনা ঘটে। ঘটনার বিস্তারিত জানাতে আজ বুধবার দুপুরে গোড়াই হাইওয়ে থানা পুলিশ সংবাদ সস্মেলন করেন। সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওনাল অফিসের সহকারী পুলিশ সুপার রাজিউর রহমান। এ সময় গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি (অতিরিক্ত দায়িত্ব) মো. আনিছুজ্জামান আনিছু উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, রাজশাহীগামী আব্দুল্লাহ পরিবহনের একটি বাসে গতকাল মঙ্গলবার রাতে যাত্রীবেসে ৩০-৩৫ জনের ডাকাত উঠে। বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে বঙ্গবন্ধু সেতুর দিকে রওয়ানা হয়। ৫/৬ জন ডাকাত চালককে অস্্েরর মুখে জিম্মি করে বাসটি নিয়ন্ত্রনে নিয়ে যাত্রীদের মারপিট করে মালামালসহ টাকা পয়সা লুটে নেয়। বাসটি আবার টাঙ্গাইলের এলেঙ্গা থেকে ঘুরে গাজীপরের চন্দ্রর উদ্দেশ্যে রওয়ানা দেয়। ডাকাতদের হামলায় আহত এক যাত্রী জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে হাইওয় পুলিশের সহায়তা চান। গোড়াই হাইওয়ে থানা পুলিশ, মির্জাপুর থানা পুলিশ ও দেওহাটা পুলিশ ফাঁড়ির পুলিশ বাহিনীর সদস্যগন মহাসড়কের উপর ব্যারিকেট দিলে ডাকাত দলের সদস্যরা ব্যারিকেট অমান্য করে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় হাইওয় থানা পুলিশের এক সদস্য গুলি বর্ষণ করে ডাকাতদের ধরার চেষ্টা এবং বাসটি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। বাসটিতে যাত্রী হিসেবে থাকা নৌ পুলিশ সদস্য এসআই সুভাষ চন্দ্রকে ডাকাত দলের সদস্যরা হামলা চালিয়ে আহত করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং সোহেল রানা নামে এক ডাকাতকে গ্রেফতার করে। ডাকাত দলের অপর সদস্যরা পালিয়ে যায়।
এ ব্যাপারে গোড়াই হাইওয় থানার ভারপ্রাপ্ত ওসি (অতিরিক্ত দায়িত্ব) আনিছুজ্জামান আছিন বলেন, এক ডাকাতকে গ্রেফতার করে মির্জাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নিয়মিত মামলা হয়েছে। পলাতক ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের চেষ্টা করছেন পুলিশ। আহত নৌ পুলিশের সদস্য এসআই সুভাষ চন্দ্র চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, বাসসহ সন্দেভাজন এক ডাকাত থানা হেফাজতে রয়েছে। বাসের চালক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।