মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ১ লা বৈশাখ বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে মঙ্গল শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলা এগারটার দিকে উপজেলা পরিষদ চত্তরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম মঙ্গল শোভাযাত্রার উদ্ধোধন করেন। এ সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, বিশিষ্ট্য সংগীত ও চিত্র শিল্পী হুমায়ুন কবীর, মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান, সহকারি প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার সরকার, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল, প্রেস ক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ, বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. আজাহারুল ইসলাম ও বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উপলক্ষে নানা অনুষ্ঠান পালিত হয়েছে।