এসএসসি পরীক্ষায় মির্জাপুর ক্যাডেট কলেজে জিপিএ-৫ পেয়েছে জিপিএ-৫

মীর আনোয়ার হোসেন টুটুল
২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ইংরেজী ভার্ষনে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ সেরা ফলাফল অর্জন করেছে। মির্জাপুর ক্যাডেট কলেজের ৫৮ তম ব্যাচের বিজ্ঞান বিভাগ থেকে ৪৪ জন ক্যাডেট পরীক্ষায় ইংরেজী ভার্ষনে অংশ গ্রহন করে ৪৪ জনই জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাশ এবং ৪৪ জন ক্যাডেট জিপিএ-৫ পাওয়ায় এবং সেরা ফলাফল অর্জন করায় ক্যাডেট কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আজ রবিবার (১২ মে) এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষনার পর কলেজ ক্যাম্পাসে দেখা গেছে উৎসাহ উদ্দীপনা। মির্জাপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকেই ধারাবাহিক ভাবে সন্তোষজনক ফলাফল অর্জন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও সার্বিক সহযোগিতা চেয়েছেন কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী পিবিজিএম. পিএসসিসহ শিক্ষক মন্ডলী।
আজ রবিবার (১২ মে) মির্জাপুর ক্যাডেট কলেজের এ্যাডজুট্যান্ট মেজর আব্দুল্লাহ আল মামুন পিএসসিজি. আর্টিলারি এবং উপাধাক্ষ মো. এটি এম মোয়াজ্জেম হোসেন জানান, মির্জাপুর ক্যাডেট কলেজ একটি অনন্য ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬২ সালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মনোরম পরিবেশে বিশাল এলাকা নিয়ে মির্জাপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়। শিক্ষা গ্রহনের পাশাপাশি দেশ প্রেমের উদ্ধুদ্ব হয়ে ক্যাডেটদের নিয়ম-শৃঙ্খলা, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চাসহ আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার একটি অনন্য প্রতিষ্ঠান। ক্যাডেট কলেজের পরিচালনা পরিষদ, কলেজের অধ্যক্ষ, শিক্ষক মন্ডলী, অভিভাবক এবং ক্যাডেটদের অক্লান্ত শ্রমের ফলেই প্রতি বছর জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ইংরেজী ভার্ষনে মির্জাপুর ক্যাডেট কলেজ সারা দেশের শিক্ষা প্রতিষ্টানগুলোরে মধ্যে মেধা তালিকায় স্থান দখল করে আসছে। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ৪৪ জন ক্যাডেট অংশ গ্রহণ করে ৪৪ জন ক্যাডেই জিপিএ-৫ পেয়েছেন। ফলাফল সন্তোষ জনক হয়েছে।
এ ব্যাপারে ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধরী পিবিজিএম. পিএসসিসহ বলেন, জ্ঞানই শিক্ত, বিদ্যাই বল এই শ্লোগানে মির্জাপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত। সকলের সার্বিক সহযোগিতা ভাল ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে মির্জাপুর ক্যাডেট কলেজের সুনাম যেন দেশে ও বিদেশে ছড়িয়ে পরে সে জন্য সকলের সার্বিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here