মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর বাসাইল ও সখীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত নারী আসনের মহিলা ভাইস চেয়ারম্যাদের শপথ অনুষ্ঠান হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে নবনির্বাচিত চেয়ারমান-ভাইস চেয়ারম্যানদের এ শপথ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের শপথ পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
শপথ নিয়েছেন মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম ও সংরক্ষিত নারী আসনের মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা শারীন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর মরীফ মাহমুদ, বঙ্গবন্ধু সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা আওযামীলীগের নেতা ড. মেজর (অব.) খন্দকার এ হাফিজ, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য রাফিউর রহমান খান ইউসুফজাই সানি, উপজেলা আওয়ামীলীগের সাংঠনিক সম্পাদক ও যুবলীগের আহবায়ক মো. শামীম আল মামুন, সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান আবিদ হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপকি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম ও ছোত্রলীগ নেতা ওয়াকিল আহমেদ প্রমুখ।
অপর দিকে একই সময় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ নিয়েছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী অলিদ, ভাইস চেয়ারম্যান সাংবাদিক এম শহিদুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা রেখা বেগম, সখীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ সাইদ আজাদ ওরফে আবু সাইদ মিয়া, ভাইস চেয়ারম্যান মো. শিবলী সাদিক এবং সংরক্ষিত নারী আসনে মহিলা ভাইস চেয়ারম্যান আখি আতাউর।