মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে অসহযোগ আন্দোলনের বিপক্ষে আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠন ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে। আজ রবিবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা সদরের কলেজ রোডের আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত ও সভাপতি মীর শরীফ মাহমুদ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সামবেশ উপজেলা এবং পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠন, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগীগের নেতাকর্র্মীরা উপস্থিত ছিলেন।