মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে সার্বিক মুল্যায়নে কবিতা রায় ও আজিজুর রহমান জুয়েল শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। উপজেলা শিক্ষা কমিটির সদস্যগন সার্বিক মুল্যায়নে আজ সোমবার এই দুই প্রধান শিক্ষককে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেছেন। কবিতা রায় উপজেলার ৯৩ নং গোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আজিজুর রহমান জুয়েল ৬৮ নং বরটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মহেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আঞ্জুমানয়ারা আক্তার, খাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল মালেক এবং শ্রেষ্ঠ ক্যাব নির্বাচিত হয়েছেন সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রীনা রায়।
মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্র জানায়, আজ সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা শিক্ষা মুল্যায়ন কমিটির সদস্যদের সমন্ময়ে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও ক্যাব বিষয়ের শিক্ষকদের স্বাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার শর্মিষ্ঠা রানী মজুমদার, ইউআরসির ইন্সট্রাকটর নাজনীন শিরীন সুলতানা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লিপিকা রানী সাহা ও ইমরান হোসেন উপস্থিত ছিলেন। বিভিন্ন ক্যাপাগরিতে সার্বিক মুল্যায়নে পাঁচ শিক্ষক মির্জাপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় তাদরে শিক্ষা অফিস এবং মির্জাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।