মীর আনোয়ার হোসেন টুটুল
কৃষিই সমৃদ্ধি এই শ্লোগানে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চরিক গবেষণা কেন্দ্র গাজীপুরের সহায়তায় টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ কেন্দ্রে এলাকার কৃষক-কৃষাণীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমানু কৃষি বিজ্ঞানী ড. মো. আবুল কালাম আজাদ।
প্রশিক্ষণ কর্মশালায় বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ও স্বল্প-জীবনকালীন জাতসমৃহের পরিচিত এবং সরিষার চাষাবাদ কৌশল, বীজ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক কৃষক-কৃষাণীরা বিস্তারিত জানতে পেরেছেন। ফরিদ আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি ড. মো. আবুল কালাম আজাদ, বিনার পরিচালক (গবেষণা) ড. মো. ইকরামুল হক, কবির হোসেন, প্রশিক্ষণ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মাহমুদা খানম, অতিরিক্ত পরিচালক ড. রেজা মোহাম্মদ ইমন প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন এলাকার ৫০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।