মীর আনোয়ার হোসেন টুটুল
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় দুই দিনে আন্তজেলা ডাকাত দলের সাত ডাকাতকে দেশীয় অস্্রসহ গ্রেফতার করেছে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কি এবং পুষ্টকামুরি এলাকায় পুলিশ চেকপোষ্ট বসিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আন্তজেলা ডাকাত দলের সদস্যরা হচ্ছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার আনসার সিকদারের ছেলে রুবেল মিয়া (২৯), পটুয়াখালি জেলার গলাচিপা উপজেলার মোতালেব মৃধার ছেলে আলআমিন মৃধা (৩৮), একই জেলার পটুয়াখালি সদর কতোয়ালি থানার ইসমাইল হাওলাদারের ছেলে হাসানুজ্জামন হাওলাদার(৫৪), বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার আব্দুল হাকিমের ছেলে আবুল আলাম আজাদ (৪৪), টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা সদরের পৌরসভার পুষ্টকামুরী সওদাগর পাড়া গ্রামের সাত্তার সওদাগরের চেলে নাইম হোসেন (২৭), মফিজ উদ্দিনের ছেলে শাহজাদা (২৬) এবং আসান আলীর ছেলে স্বপন (২৯)।
এ ব্যাপারে আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান, আন্তজেলা ডাকাত দলের সদস্যার নানা কৌশলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী এবং বাস ও ট্রাক চালকদের জিম্মি করে ডাকাতি করে আসছে। গতকাল মঙ্গলবার ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদ পেয়ে পুলিশ জামুর্কি এলাকায় তল্লাসী চৌকি বসিয়ে আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে এবং আজ বুধবার পুষ্টকামুরি এলাকা থেকে তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ও খোঁজ খবর নিয়ে জানা গেছে তারা আন্তজেলা ডাকাত দলের সক্রীয় সদস্য এবং এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ৫ দিনের রিমান্ড চেয়ে তাদের টাঙ্গাইল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।