পরিচ্ছন্ন পৌরসভা গড়ার লক্ষে রেনেসাঁ অব মির্জাপুরের উদ্যোগে আলোচনা সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে সামাজিক সেবা সংগঠন রেনেসাঁ অব মির্জাপুরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও মির্জাপুর পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান। রেনেসাঁ অব মির্জাপুরের সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি মো. আলমাসুম কবীর আলমাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মান্নান, একই কলেজের ইংরেজী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. শহীদুল্লাহ, মির্জাপুর থানার ওসি তদন্ত মো. সালাউদ্দিন মিয়া, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. গোলাম ফারুক সিদ্দিকী, মির্জাপুর থানা মসজিদের ইমাম ও খতিব এবং রেনেসা অব মির্জাপুরের সাধারন সম্পাদক হাফেজ মাওলানা মো. ফরিদ হোসাইন, সাত নং ওয়ার্শি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আসাদুজ্জামান খান ছিটু, মির্জাপুর বাজারের লেবাস ফ্যাশনের স্বত্তাধিকারী মো. সালাহ উদ্দীন ডন এবং ব্যবসায়ী মো. কাবেল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেনেসা অব মির্জাপুরের সদস্য মো. সানাউল ইসলাম।
অনুষ্ঠানের আয়োজক ও রেনেসাঁ অব মির্জাপুরের সভাপতি মো. আলমাসুম কবীর আলমাস বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। এই শ্লোগান নিয়ে মানবতার সেবায় আমরা এই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে শিক্ষা ও মেধা বিকাশে সহায়তা, পরিবেশ আন্দোলন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, মেডিকেল ক্যাম্প স্থাপন, মাদক নির্মুল এবং ব্লাড ব্যাংক সেবা প্রদান করা হচ্ছে। জনগনকে সচেতন করার লক্ষ্যেই আজকের এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here