মির্জাপুরে অবৈধ সুতা পলিথিন ও নিষিদ্ধ জাল বিক্রির অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
অবৈধ সুতা, পলিথিন ও নিষিদ্ধ জাল বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের ম্যাজিষ্ট্রেট অভিযান চালিয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ জাহার টাকজা জরিমানা করেছেন। এ সময় ১৪২ কেজি সুতা, পলিথিন ও নিষিদ্ধ জাল জব্দ করা হয়। আজ শনিবার (২ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের ইতালি প্লাজায় অভিযান চালিয়ে এ জরিমনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান, টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. তুহিন আলম, ইন্সফেক্টর বিপ্লব কুমার এবং মির্জাপুর থানা পুলিশ। অভিযানের সময় আকতার সুতা ঘরকে ৩২ হাজার টাকা জরিমনা ও ১৩৯ কেজি সুতা ও জাল এবং হাজী সুতা ঘরকে ০২ হাজার টাকা জরিমনা এবং ০৩ কেজি অবৈধ সুতা জব্দ করা হয়।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান, এবং টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. তুহিন আলম বলেন, তোদের এ মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে। কোন অবস্থায় অবৈধ সুতা, পলিথিন ও নিষিদ্ধ জাল বিক্রি করতে দেওয়া হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here